সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন হাবিব

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন হাবিব

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব পেয়েছেন ৩ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব।

 

বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম কারাগারে থাকায় হাবিবুর রহমান হাবিবকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব দেয়া হয়৷

 

সুচারুরূপে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন হাবিবুর রহমান হাবিব।

 

এর আগে গত ২৩ ডিসেম্বর পরিষদের এক সভায় সব সদস্যের সম্মতিতে হাবিবকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠালে তিনি তা অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠালে আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা হাবিবকে দায়িত্ব পালনের অনুমতি দেন৷

সংবাদটি শেয়ার করুন