সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ব্রাহ্মন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
ওসমানীনগরে ব্রাহ্মন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

ওসমানী নগর প্রতিনিধি::

১জানুয়ারী ২০২৫ ইং- ওসমানী নগরের ৮৪নং ব্রাহ্মন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কনকনে শীত। নতুন বই পেতে বুধবার (১ জানুয়ারি ২০২৫ ইং ) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে।

 

নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও।

অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসবকে ঘিরে বেলা ১১টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই উৎসব’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্রাহ্মন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উছমানপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আনহারু জামান খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন , এতে উপস্থিত ছিলেন অভিভাবক সাজিদ মিয়া , আসকির আলী. বাসিদ আহমদ

স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণা রানী, সহকারী শিক্ষক সাকেরা বেগম, রাশেদ মিয়া, প্রমুখ,

ব্রাহ্মন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন,

এতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের অঙ্গিকার। সরকারি উদ্যোগের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন