সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে ফের গ্রেফতার ৩ বাংলাদেশি সহ ৬ জন গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে ফের গ্রেফতার ৩ বাংলাদেশি সহ ৬ জন গ্রেফতার

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের অবৈধ নথি বানিয়ে ভারতের নাগরিকত্ব পেতে সাহায্য করে জালে আরও ৩ জন। মোট ৬ জনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের হাবড়া থানার পুলিশ।

 

বছর খানেক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের হাবড়ায় এসে মতিউর রহমান নাম ভারিয়ে হয়ে যায় মতিন সরকার। যদিও জাল পরিচয়পত্র বানিয়েও শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) মতিউর সহ মোট ৬ জনকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের মধ‍্যে মহম্মদ মতিউর রহমান, সন্ধ‍্যা রায় এবং তার মেয়ে সুপর্না রায়,  অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল।

বাকি ৩ ধৃত সায়েম হোসেন ওরফে বিটু, মিন্টু দাস ও অমৃত লাল দাস ওরফে অমিত। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া সহ জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে সহায়তা করেছিল। ধৃত অনুপ্রবেশকারীদের থেকে ২ টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি আধার কার্ড উদ্ধার করা হয়েছিল। সোমবার (৩০ ডিসেম্বর ) বিকেলে গোপন সূত্রে অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া এলাকা থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের ভারতে আসার কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন