সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে কৃষকের সবজি বাগান নির্বিচারে কর্তন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ণ
নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে কৃষকের সবজি বাগান নির্বিচারে কর্তন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে একদল দূর্বৃত্তদের কান্ড! গ্রামের পূর্বের হাওরে কৃষক সেলিম আহমদের একটি সাজানো সবজি বাগান নির্বিচারে কর্তন করে কৃষকের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিয়েছে৷ এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক দাবী করছেন৷ জমিতে ফলানো লাউ,শসা, তরমুজ সহ বিভিন্ন ফসলের গাছ গুলো নির্বিচারে কর্তন করেছে দূর্বৃত্তরা৷

ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে৷ ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম আহমদ জানান, এঘটনায় তিনি সহ হাজী মোস্তফা মিয়া পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প নবীগঞ্জ – বানিয়াচং বরাবরে৷ এতে উল্লেখ করে জানান,পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন কর্তৃক সেলিম আহমদ ও তার আত্মীয় স্বজন সহ গ্রামের পূর্ব পাড়ার ৩০টি পরিবারকে গত ২২ ডিসেম্বর রাতে মাতব্বর এনামুল মিয়ার বাড়ীতে একটি মিটিং করে

সমাজচ্যুত করে রেখেছেন ২ টি গ্রুত্রের প্রভাবশালী মাতব্বরগন৷

এঘটনায় হতবাক ও নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা৷ এরই ধারাবাহিকতায় এই জঘন্যতম কুকর্ম করে কৃষকের সবজি বাগান কর্তন সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে গ্রাম্য মাতব্বরা গ্রামকে একটি ক্রাইমজোনে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা৷ সেলিম আহমদ আরো জানান, তাদের ৩০টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার কারনে গ্রামের রাস্তাঘাটে তারা চলাচল করতে পারছেননা, এবং তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে ও যাতায়াতে বিঘ্নতার সৃস্টি হচ্ছে৷ এমনকি তাদের গবাদিপশুটা পর্যন্ত গ্রামের মাঠে অথবা রাস্তায় যেতে পারেনা৷ এতে তাদেরকে একঘরে করে রাখায় এবং সবজি বাগান নির্বিচারে কর্তন করায় সেলিম আহমদ ও বিশিষ্ট মুরব্বি হাজী মোস্তফা মিয়া সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল৷

সংবাদটি শেয়ার করুন