
স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে একদল দূর্বৃত্তদের কান্ড! গ্রামের পূর্বের হাওরে কৃষক সেলিম আহমদের একটি সাজানো সবজি বাগান নির্বিচারে কর্তন করে কৃষকের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিয়েছে৷ এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক দাবী করছেন৷ জমিতে ফলানো লাউ,শসা, তরমুজ সহ বিভিন্ন ফসলের গাছ গুলো নির্বিচারে কর্তন করেছে দূর্বৃত্তরা৷
ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে৷ ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম আহমদ জানান, এঘটনায় তিনি সহ হাজী মোস্তফা মিয়া পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প নবীগঞ্জ – বানিয়াচং বরাবরে৷ এতে উল্লেখ করে জানান,পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন কর্তৃক সেলিম আহমদ ও তার আত্মীয় স্বজন সহ গ্রামের পূর্ব পাড়ার ৩০টি পরিবারকে গত ২২ ডিসেম্বর রাতে মাতব্বর এনামুল মিয়ার বাড়ীতে একটি মিটিং করে
সমাজচ্যুত করে রেখেছেন ২ টি গ্রুত্রের প্রভাবশালী মাতব্বরগন৷
এঘটনায় হতবাক ও নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা৷ এরই ধারাবাহিকতায় এই জঘন্যতম কুকর্ম করে কৃষকের সবজি বাগান কর্তন সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে গ্রাম্য মাতব্বরা গ্রামকে একটি ক্রাইমজোনে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা৷ সেলিম আহমদ আরো জানান, তাদের ৩০টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার কারনে গ্রামের রাস্তাঘাটে তারা চলাচল করতে পারছেননা, এবং তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে ও যাতায়াতে বিঘ্নতার সৃস্টি হচ্ছে৷ এমনকি তাদের গবাদিপশুটা পর্যন্ত গ্রামের মাঠে অথবা রাস্তায় যেতে পারেনা৷ এতে তাদেরকে একঘরে করে রাখায় এবং সবজি বাগান নির্বিচারে কর্তন করায় সেলিম আহমদ ও বিশিষ্ট মুরব্বি হাজী মোস্তফা মিয়া সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল৷