সিলেট ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে খলিলপুর ইউপি আ” লীগ সভাপতি খালিছ গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে খলিলপুর ইউপি আ” লীগ সভাপতি খালিছ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে খলিলপুর ইউপির সাটিয়া এলাকা থেকে পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত আসামী হলেন- মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকার মৃত ফরমান মিয়ার পুত্র খলিলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি খালিছুর রহমান (৬০)।

 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিছুর রহমানকে (৬০) সাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায় ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়।

 

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন