সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বীরভূমে কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, অসুস্থ একই পরিবারের ৬ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ণ
বীরভূমে কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, অসুস্থ একই পরিবারের ৬ জন

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে মৃত্যু হল একব‍্যক্তির। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন। মৃত ব‍্যক্তির নাম স্বাধীন বাগদি(৪৮)। তিনি বীরভূমের কাঁকড়তলা থানার বাসিন্দা। খাদ‍্যে বিষক্রিয়াসহ একাধিক শারীরিক সমস‍্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। বাকি সদস্যরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই তিন দিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খায়। তারপরই সেই দিন রাত থেকেই তাদের প্রত‍্যেকের বমি, পায়খানার উপসর্গ দেখা দেয়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ‍্যে স্বাধীন ও মটর বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে স্বাধীনের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাতে থেকে বর্ধমান মেডিক‍্যাল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার (২৮ ডিসেম্বর ) সকালে মৃত্যু হয় তাঁর।

ব্লক স্বাস্থ‍্য আধিকারিক সব‍্যসাচী রায় জানান, এই মৃত্যুর কারণ শুধু খাদ‍্যে বিষক্রিয়া নয়, অন‍্যান‍্য শারীরিক অসুবিধার জেরে তাঁর মৃত্যু হয়েছে। বাকিদের মধ‍্যে ৩ জনের অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের ছেড়ে দেওয়া হবে। বাকিরা চিকিৎসাধীন। গ্রামে আর কেউ অসুস্থ কিনা তা দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন