সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশে ফিরছেন জয়, হাল ধরবেন আওয়ামীলীগের”

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ণ
দেশে ফিরছেন জয়, হাল ধরবেন আওয়ামীলীগের”

সজীব ওয়াজেদ জয়। তাঁর ফেসবুক থেকে নেওয়া

ডেস্ক নিউজ: দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামীলীগের সভানেত্রী ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে এসে তিনি নেতৃত্বশূন্য বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরবেন।

 

সজীব ওয়াজেদ জয়ের বোন দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাদের মা শেখ হাসিনা কী দলের সভাপতির পদ ছেড়ে দেবেন এবং জয় ওই পদে আসীন হবেন নাকি তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করেননি পুতুল।

 

এদিকে গতকাল ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকার এবং নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয়ও এমন ইঙ্গিত দিয়েছেন।

 

প্রবল গণআন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান। তার পদত্যাগের আগে-পরে দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বেশ কয়েকজন মন্ত্রী-এমপি ও দলের শীর্ষস্থানীয় নেতা দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে জনরোষের ভয়ে অন্য নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। তখন থেকে দলটি মূলত নেতৃত্বশূন্য অবস্থায় আছে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, দেশের মানুষের যা হয় হোক, তা নিয়ে আর বঙ্গবন্ধু পরিবার মাথা ঘামাবে না। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তিনি এবং বঙ্গবন্ধু পরিবার আর এদেশে রাজনীতি করবে না। তবে ওই অবস্থান থেকে একেবারে ইউটার্ন করেছেন সজীব ওয়াজেদ জয়।

 

সায়মা ওয়াজেদ পুতুল ফেসবুকে লিখেছেন-

 

প্রিয় দেশবাসী, জানি আপনারা অবর্ণনীয় দূর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করছেন। আপনাদের উপর হত্যা, নির্যাতন, ধর্ষণের সাথে সাথে আপনাদের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে আমাদের দ্বায়িত্ব ও কর্তব্যকে আমরা অস্বীকার করতে পারিনা। তাই বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকারী হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার ভাই সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে পদার্পন করবেন। সজীব ওয়াজেদ জয় অতিদ্রুতই দেশে ফিরে যাবেন এবং আপনাদের রক্ষা করতে দলের হাল ধরার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সেই সাথে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে আমার দ্বায়িত্ব পালন করে যাবো।

প্রিয় দেশবাসী, সংকটেই প্রকৃত যোদ্ধা তৈরী হয়। তাই আমরা প্রত্যাশা করবো আপনারা ধৈর্য্য ও সাহসিকতার সাথে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করবেন। সেই সাথে আপনাদের সর্বশক্তি ও সমর্থন দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।

আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 

 

এদিকে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, দেশে নির্বাচনের ঘোষণা এলেই তাঁর মা শেখ হাসিনা দেশে ফিরবেন। দলের নেতৃত্ব নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব।

 

অন্যদিকে ফেসবুকে ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেছেন,

 

আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামীলীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও সবচেয়ে বড় দল। আওয়ামীলীগ কিন্তু মরে যায়নি। আওয়ামীলীগ বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামীলীগকে শেষ করা সম্ভব না। আমি বলেছিলাম যে, আমার পরিবার আর রাজনীতি করবে না। কিন্তু আমাদের নেতা-কর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতি আমরা হাল ছেড়ে দিতে পারি না।

সংবাদটি শেয়ার করুন