সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের আরও ১৭ বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ 

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ণ
ভারতের আরও ১৭ বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ 

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গ, কেরল, আসামের মতো রাজ‍্য থেকে বাংলাদেশিকে গ্রেফতারের পাশাপাশি ভারত জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে।

মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা ( এটিসি) এবার একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (২৫ ডিসেম্বর ) থেকে মুম্বই, নভি মুম্বই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।

তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প‍্যান কার্ড মিলেছে বলেও পুলিশের দাবি, ধৃতরা প্রত‍্যেকেই কোনও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন