ডেস্ক নিউজ ::
জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গির্জায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন অতিথি বৃন্দ ও দর্শনার্থীরা।
দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে উপজেলার শুক্রবারী বাজারস্থ চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে সকাল সাড়ে ১১ টায় সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ, প্রশাসন) মোহাম্মদ রাসেলুর রহমান আসেন এসময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন ও শুভেচ্ছা উপহার কেক কাটা আয়োজনে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে ধর্মিয় গীত পরিবেশনা করেন বৃষ্টি বিশ্বাস।
রেভাঃ ডেভিড মনু দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন ,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, কোষাধ্যক্ষ এলবাট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, রলিন শর্মা,বিলাস সিনহা,রতন সরকার, মাইকেল শর্মা, অঞ্জন শর্মা, এডু বিশ্বাস, ডন বিশ্বাস, রাহেল শর্মা, বিপ্লব, টিপি,মিতু,ডনেল, বিকাস,পলাস,রাব্বি,মানসি,ফেব্রিমা,চাদনি,মুক্তি, বিউটি,রিতা বিশ্বাস, মহিমা,মনি,ডুয়েল, মনিকা,অনিতা বিশ্বাস,শেলিনা,ময়না,মৃনাল, সহ অন্যাঅন্য ধর্মিয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
গির্জার দর্শনার্থীরা জানান, আজ আমাদের যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।