সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ণ
সিলেটের সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র সদস্যরা রবিবার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

 

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই বিওপি’র সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬শ টাকা।

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন