
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা শহর দিয়ে বয়ে চলা সুরমা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড়কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরতলীর হাজীপাড়া এলাকাধীন সুরমা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, স্ত্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড় জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯শ টাকা।
অভিযানে বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। এছাড়া অভিযান পরিচালনার সময় সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাইল রহমান উপস্থিত ছিলেন।
বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর
অধিনায়ক এ.কে.এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জব্দকৃত মালামাল জেলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।