সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪, ০৫:১৫ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ: আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোটা আন্দোলনের পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ এগুলো ব্যাবহার করে না।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনে কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো দু-একজন কিশোর মারা গেছেন। আন্দোলনের সময় তাদেরকে ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছে। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল। পেছনের শক্তিকে রুখতে এই ঘটনাগুলো ঘটেছে।

 

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন