
জৈন্তাপুর প্রতিনিধি:: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের পর জৈন্তাপুর স্টেশন বাজার সংলগ্ন বিজয় স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জৈন্তাপুর প্রেসক্লাব,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা,শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান, ও আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক হারুনর রশীদ,জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।