সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শরিফের

ডেস্ক নিউজ
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:১৬ অপরাহ্ণ
জৈন্তাপুরে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শরিফের

ডেস্ক নিউজ :: জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ( এসএসসি ব্যাচ ১৬) এর ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে পিরের বাজার আতিক কনভেনশন সেন্টার থেকে  মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বিকেল আনুমানিক  ৪:৪৫ ঘটিকায় । পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এমতাবস্থায় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আই সি ইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!