সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে সেনা বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মদসহ ডিআই ট্রাক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:০৩ অপরাহ্ণ
জৈন্তাপুরে সেনা বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মদসহ ডিআই ট্রাক আটক

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেট তামাবিল সহাসড়কে সেনা বাহিনীর অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ সহ একটি (ডিআই) মিনি ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ডিআই ট্রাক সহ মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বুধবার ( ৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ২৭ বীর ল্যান্স কর্পোরাল মাসুদ এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোষ্টে ডিউটি চলাকালীন সময়ে মিনি ট্রাক (ডিআই ট্রাক) কে সন্দেহ হলে সিগন্যাল দেয়া হয়। সেনা বাহিনীর সিগন্যাল পাওয়া মাত্র চালক ডিআই ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়।

 

সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মিনি ট্রাক (ডিআই ট্রাক) তল্লাসী করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩৭৫ মিলি’র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি’র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ উদ্ধার করা হয়।

 

সেনা সদস্যরা জৈন্তাপুর থানায় মদ সহ মিনি ট্রাক (ডিআই ট্রাক) আটকের সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার এস আই শংকর দেব সঙ্গীয় ফৌস নিয়ে চেকপোষ্ট পৌঁছালে ৬১ বোতল সহ মিনি ট্রাকটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এঘটনায় তদন্তপূর্বক মাদক কারবারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন