সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ভূয়া পুলিশ সাজা এক ব্যক্তি ও তার সহযোগীকে আটক করেছে বিজিবি। সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে পুলিশ পরিচয়ধারী বাকির হোসেনকে (২৮) আটক করা হয়। তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে তিনি। এসময় তার সহযোগী মোটরসাইকেল চালক তাবারক হোসেনকেও (৩০) আটক করা হয়। একই উপজেলার দক্ষিণ গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারক।

 

বিজিবি জানায়, পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে তাবারকের মোটরসাইকেল চড়ে পাওনাদার বাকির হোসেন পুলিশের পোশাক পরে সীমান্তের গামারীতলা পৌঁছালে মাছিমপুর বিওপি টহলদলের সন্দেহ হয়। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরে এসেছেন দুজন।

 

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার একেএম জাকারিয়া কাদির জানান, ধৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন