
শাবিপ্রবি::
জাতীয় দৈনিক আজকের পত্রিকা’র পাঠকদের ফোরাম ‘পাঠকবন্ধু’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল আমীন ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর হাসান শুভ্র।
শনিবার (২৩ নভেম্বর) আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান এ কমিটির অনুমোদন প্রদান করেন। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপদেষ্টা হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনযুর উল হায়দার।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন সহসভাপতি নৃবিজ্ঞান বিভাগের আসাদুল হক আসাদ ও সমাজবিজ্ঞান বিভাগের নুর আলম, যুগ্ম সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের সুষ্মিতা ভট্টাচার্য্য মৌ ও বাংলা বিভাগের আমীর হামজা, সাংগঠনিক সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের আজমাইন আরাফ তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের রুহিল মাদিনী মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের তৌফিকুর রহমান, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান সাগর হোসেন জাহিদ, সহ-কোষাধ্যক্ষ বাংলা বিভাগের হৃদয় হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলা বিভাগের আব্দুর রহমান আশ্চার্য, সমাজকল্যাণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের মহিবুর রহমান সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্পাদক জহিরুল ইসলাম অপু, ক্রীড়া সম্পাদক ব্যবসায় প্রশাসন মাহবুবুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের রাহাতুল জান্নাত।
এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন বাংলা বিভাগের সুমাইয়া তাবাচ্ছুম মীম মো. সুমন মিয়া, আশিকুর রহমান আশিক, অর্থনীতি বিভাগের মাইন উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের সিদ্দিকুর রাহিম তারেক ও শেখ নাজিয়া রহমান।
আজকের পত্রিকা পাঠকবন্ধুর শাবিপ্রবির ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সৈকত মাহাবুব।