সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

ডেস্ক নিউজ
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৬:৩২ অপরাহ্ণ
বড়লেখায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের অভিযানে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ষাটহাল গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু ও সৎপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারের করা মামলায় আব্দুল মালিক জুনু মামলা নং ০৯ (রাজনৈতিক) সন্ধিগ্ধ আসামি। অন্যদিকে দেলোয়ার হোসেন সিআর (নং-২৯/২২) মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়।

 

বুধবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!