
সিলেট ::
জুলাই হত্যাকান্ডের বিচারসহ ৫ দফা দাবিতে প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন, শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের মেহেরাব সাদাত ,বাংলা বিভাগের শফিক আহমেদ,পদার্থ বিজ্ঞান বিভাগের মো. সজিব মিয়া প্রান্তিক দীপম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজম্ম যেন জুলাই-আগস্টে আত্মত্যাগ ভুলে না যায় তার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে।সারাদেশে জুলাই-আগস্ট স্মৃতি অমলিন রাখার জন্য স্মৃতিফলক নির্মাণ করতে হবে।
তারা আরও বলেন, ‘সংস্কারের নামে নানা আলোচনা হচ্ছে। অপরাধীরা যদি নাকে তৈল দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সংস্কারটা হচ্ছে কোথায়?কোনো প্রকার লাঘব বোয়ালকে ছাড় দেওয়া উচিত না। তাদের অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’
প্ল্যাটফর্ম ফর জুলাই জাস্টিস শাবিপ্রবির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-বিশেষ ট্রাইবুনালর করে জুলাই হত্যাকান্ডের বিচার করা।শহীদ(মিসিংসহ) আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ; রাষ্ট্রীয়ভাবে আহতদের চিকিৎসা,পঙ্গুত্ববরণকারীদের ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত;স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত প্রতিটি ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের পূর্নাঙ্গ তদন্ত ও বিচার; জুলাই শহীদের স্মরণে দেশব্যাপী স্মৃতিফলক নির্মাণ; জুলাই শহীদদের চেতনা সমুন্নত রাখতে বিচারবহির্ভূত হত্যা বন্ধ,মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল।