
সিলেট::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের করে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরিক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে এই দাবি জানান শিক্ষার্থীরা।
মানবন্ধনে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, রিমকাতুল অথৈ, ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের তোফাজ্জল।
বক্তারা বলেন, গুচ্ছ একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুফলের বদলে ভোগান্তি পোহাতে হচ্ছে। শাবির গুণগত মান কমে যাচ্ছে।
তারা বলেন, ‘শিক্ষার্থীরা কোনো টেস্টিং কীট নয়, আপনারা আমাদের নিয়ে এভাবে খেলা করতে পারেন না। যতদ্রুত সম্ভব আপনারা স্বতন্ত্র ভাবে বিভাগীয় শহরে পরিক্ষা নিন।
মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে গুচ্ছ প্রথার কবর দে’ ‘গুচ্ছের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ‘গুচ্ছ প্রথার অপর নাম, সেশনজট সেশনজট’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।