
নিজস্ব প্রতিবেদক:: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা নূর নবী চৌধুরীর অকাল মৃত্যুতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যেগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরের সুবহানীঘাটস্থ সিটি কর্পোরেশন মার্কেটে কমিশনের সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর।
সভায় একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি তাহার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।
সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সাধারণ সম্পাদক শেখ জাবেদ আহমদ এমরান, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।