
গোয়াইনঘাট :গোয়াইনঘাট উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) মাদ্রাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
লালাবাজার সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে ও শাহজালাল (রহঃ) কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. দেলওয়ার হোসেন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, বরায়া উত্তরবাগ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. শফিকুর রহমান, আতহারিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মো. আব্দুন নুর, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ক্বারী মছদ্দর আলি, হাফিজ নাজমুল ইসলাম হাসান, সাবেক শিক্ষার্থী আবু সাইদ, নাজির উদ্দিন। এছাড়াও অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র কামরান আহমদ-কে সভাপতি, মো. বিলাল উদ্দিন চৌধুরী-কে সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল কাদির আল হাসান-কে সাংগঠনিক সম্পাদক ও হাফিজ গোলজার আহমদ-কে কোষাধ্যক্ষ মনোনিত করে আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়।