সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ উদ্ধার 

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ উদ্ধার 

জৈন্তাপুর প্রতিনিধি::বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ও গরু জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার ( ১৯ শে নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)এর অধীনস্থ জৈন্তাপুর বিওপিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয় গত (১৮ই নভেম্বর) জৈন্তাপুর বিওপির আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৯ বোতল, বিয়ার ২৫ ক্যান বিয়ার উদ্ধার করে। পাশাপাশি বুধবার (১৯ শে নভেম্বর) বিজিবির অভিযানে আরো ৪ টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

 

বিজিবি জানায় আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন