সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে সরকারী রাস্তা নিয়ে প্রতিবন্ধিকথা এক যুবকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ণ
কানাইঘাটে সরকারী রাস্তা নিয়ে প্রতিবন্ধিকথা এক যুবকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট পৌরসভাস্থ নন্দিরাই গ্রামে সরকারী ঘোপাটের উপর জনগনের চলাফেরার রাস্তায় প্রতিবন্ধিকতা সৃষ্টি কারি আলাউদ্দিন কর্তক হামলার স্বীকারে হয়েছেন এক যুবক।

এ ব্যাপারে হামলার স্বীকার একই গ্রামের প্রতিবেশি বাসিন্দা আব্দুরনূরের পুত্র আবুল হাসনাত বাদি হয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভীযোগ দায়ের করেন। অভিযোগ দুত্রে জানা যায় ( মঙ্গলবার ১৬ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে অভিযোগ কারি আবুল হাসনাত নিজ বাড়ি হতে বাজারের উদ্দ্যেশে রওয়ানা দিলে বিবাদী আতিকুর রহমানের পুত্র আলাউদ্দিন রাস্তার মাঝে বাঁশের বেড়া দিয়ে মানুষ চলাচলের পথ বন্ধ করে রাখে। আবুল হাসনাত রাস্তায় বেড়া দেওয়ার বিষয়ে বিবাদি আলাউদ্দিনের কাছে জানতে চাইলে বিবাদি উত্তেজিত হইয়া ব্যাক্তি মালিকানাদিন জায়গা দাবি করে বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে তাহাকে টাকা দিতে হবে অন্যথায় এই রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারবে না। আবুল হাসনাত সরকারী রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে বলতেই বিবাদী আলাউদ্দিন তাহাকে এলোপাতারি ভাবে মারপিট শুরু করে।

বিবাদী আবুল হাসনাত আত্বরক্ষার্তে সুর চিৎকার শুরু করলে আসপাশ হতে লোকজন আসতে দেখে বিবাদী তার ঘরে চলে যায়। পরে বিবাদী তার ঘর হতে দেশীয় দা ও লাটিসোটা নিয়ে আবার ও আক্রমনের চেষ্টা করলে আবুল হাসনাত আত্বরক্ষাত্রে বাড়িতে চলে যায়। বিবাদি বাড়ির পাশে এসে আবার ও অস্ত্র নিয়ে ডাকাডাকি করে। স্থানীয়দের সহযোগিতায় আবুল হাসনাত প্রাথমিক চিকিৎসা নিয়ে উল্লেখিত বিবাদির বিরুদ্ধে এ ঘটনায় কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!