মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন মামলায় এক মাসে একশো চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
পুলিশ সুত্রে জানা যায়, অক্টোবর মাসে মাধবপুর থানার পুলিশ আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত ৩৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এছাড়া নিয়মিত মামলায় ৯২ জন, ফৌজদারি কা: বি: ১৫১ ধারায় ১০ জন ও ৫৪ ধারায় ২ জনকে গ্রেফতার করেছে। এসময়ে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা ৪২ কেজি, ইয়াবা ট্যাবলেট ২৯০ পিস, ফেনসিডিল ১৩৮ বোতল ও বিদেশি মদ ১২ বোতল।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার মহোদয় এর দিকনির্দেশনায় আমার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন সাধারণ মানুষ সরাসরি থানায় এসে আমার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা বলতে পারেন এবং অভিযোগ করতে পারেন। কোন দালাল থানার ভেতরে ডুকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।