শেখ মো শাহিন উদ্দীন:: হবিগঞ্জ মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা শনিবার ( ১৬ নভেম্বর) সকাল-১০ টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত ২ টি ধাপে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই বৃত্তি পরীক্ষার ২৭ টি স্কুলের মধ্যে ৬২৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মূছা মিয়া প্রধান শিক্ষক প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন, আলাউদ্দিন মিয়া সাবেক প্রধান শিক্ষক পুরাইকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমান , ইলিয়াস কাঞ্চন তাহনা সাংবাদিক দৈনিক বাংলাদেশ টু ডে, নিখিল দেবনাথ সহকারী প্রভাষক শাহজালাল সরকারি কলেজ,
মিশুক বনিক,বাসু চন্দ্র রায়, মাজহারুল ইসলাম, সাবেক সেনা সদস্য মুফতি হাফেজ খায়রুল ইসলাম প্রমূখ। বৃত্তি পরীক্ষার অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর এবং বৃত্তি পরীক্ষার সার্বিক আয়োজন করেন তোফায়েল আহম্মদ সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।