সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় রাজনৈতিক মামলায় সাবেক ইউপি সদস্য ও তার ছেলে গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ণ
বড়লেখায় রাজনৈতিক মামলায় সাবেক ইউপি সদস্য ও তার ছেলে গ্রেফতার

 

বড়লেখা প্রতিনিধি:

 

মৌলভীবাজারের বড়লেখায় রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) মধ্য রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন – উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ(৫৮) এবং তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইমন আহমদ উজ্জল(২৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ৭নং তালিমপুর ইউনিয়নের খুটাউরা গ্রামের ০৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ মামলা নং ১০(০৯)২৪ (রাজনৈতিক) ও তার ছেলে একই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি সাইমন আহমদ উজ্জ্বল মামলা নং ১০(০৮) ২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাহাদেরকে বিধি মোতাবেক আদালতে প্রেরন করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন