বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে পৌর শহরে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিন যাবত
ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থাপনা সেচ্ছায় সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দখলদারের প্রতি নির্দেশনা দিয়ে গত এক সপ্তাহ ধরে পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন হাটবাজারে মাইকিং করা হয়েছে।
অবৈধ দখলদাররা পৌর প্রশাসকের এমন বার্তায় কোন কর্ণপাত করেনি।
অবশেষে ৭ই (নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক,বাজার পরিচালনার কমিটি,পুলিশ সাংবাদিকদের সাথে নিয়ে এসব অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রসাশক মোঃ আলাউদ্দিন কাদের।
এসময় অবৈধ্যভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে পৌর শহরের নতুন বাজারে ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত কয়েকটি ভাসমান দোকানের তেরপাল ও টিনের চাউনী, কিছু রশি কেটে ও ভেঙ্গে ফেলা হয়। রাস্তায় বসা কিছু দোকানকে সরিয়ে দেয়া ও ব্রিজের উপর রাখা একটি কার জব্দ করা হয়। শত বছরের পুরোনো ধানহাটা থেকে দ্রুত সকল স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দেন পৌর প্রসাশক।
পৌর শহরে এ অভিযানের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবসায়ীদের একটি সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের। তিনি জানান,পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং তা কঠোরভাবে হবে। পৌরসভায় কোন অবেধ স্থাপনা থাকবে না।
বাসিয়া নদীর দুইপাড়ে দুইশতাধিক অবৈধ্য স্থাপনা উচ্ছেদের বিষয়ে পৌর প্রশাসক সাংবাদিকদের বলেন, এগুলো নিয়ে আদালতে মামলা রয়েছে। নির্দেশনা আসলেই নদীর দুইপাড় উদ্ধার করা হবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।