হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।
শনিবার(০৯-নভেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় তাকে মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়। আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি বাটন মোবাইল পাওয়া যায়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।