সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো কিশোরীর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো কিশোরীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ:: সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকালে সাথীর মা ফিরোজা বেগম সাথী স্কুলে না যাওয়ায় তাকে বকাবকি করেন। পরে তিনি পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় চলে যান।

 

পরে সকাল ১১ টায় ফিরোজা বেগম ঘরে ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দহীন অবস্থায় দেখতে পান। এরপর সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙে রুমের ভিতর সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফিরোজা বেগম তাকে নিচে নামান।

 

পরে দ্রুত সময়ে সাথীকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুর ১২ টায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয়।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন,নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা অন্য কিছু হলে, তা অধিকতর তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। এ বিষয়ে কাজ করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন