
সুনামগঞ্জ ::সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ডিআউ পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৬ই নভেম্বর বুধবার ভোর সকালে ব্রিটিশ পয়েন্ট-বালিউড়া সড়কের লেদারকান্দি এলাকা থেকে চিনি ভর্তি গাড়িসহ ওই যুবককে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের বিল্লাল হোসেন’র পুত্র আরমান মিয়া(২০)।
জানা যায় শূল্ক ফাঁকি দিয়া ভারত থেকে আনা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনয়নকৃত ৪৪ বস্তা ভারতীয় চিনি। চিনির মোট পরিমান ২২০০ (দুই হাজার দুইশত কেজি) জব্দ করা হয়। এই সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।