সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৬

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ণ
বড়লেখায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৬

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদরাতুল কাদির আবির (৩০) সহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার অন্য আসামিরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল ইসলাম রাজু (২১), উজিরপুর গ্রামের নূর হোসেন, দেলোয়ার হোসেন ও নজির উদ্দিন এবং দোহালিয়া গ্রামের সোহেল আহমেদ বটল।

থানার ওসি মো. আবদুল কাইয়ুম জানান, বিভিন্ন মামলার এজাহার নামীয় ও গ্রেপ্তারী পরোয়াভুক্ত ৬ আসামিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন