
ডেস্ক নিউজ: সিলেট জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলা চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে মা-শিশু কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ সহ পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসন তাকে জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি ) হিসাবে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার ( ১১জুলাই) সকালে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন তিনি।
জানা যায় জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী চা-বাগান বেষ্ঠিত চারিকাটা ইউনিয়ন, মাসিক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) মনোনীত হয়েছেন তিনি। ইউনিয়নের মানুষের সার্বিক কাজে তিনি পাশে থাকেন। তার এই অর্জনে চারিকাটা ইউনিয়নবাসী আনন্দিত এবং গর্বিত। ।
এসময়ে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ সহ জেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা কার্যালয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।