
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

Oplus_131072
সোমবার (৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে এডহক কমিটি গঠনের কথা জানানো হয়।
এতে বিশিষ্ট শিক্ষানুরাগী , সমাজ সেবক ও রাজনীতিবিদ ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাকারিয়া মোঃ আব্দুল বারীকে সভাপতি মনোনীত করা হয়।
কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা তোফায়েল আহমদকে। এছাড়া কমিটিতে প্রতিষ্ঠাতা-১জন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন এবং পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ কে সদস্য সচিব রাখার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বড়ি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ্য করেন।
এবিষয়ে এবিএম জাকারিয়া বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান বাড়ানো,কলেজের অবকাঠামো উন্নয়ন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে কলেজের যে সকল সমস্যা গুলো রয়েছে তা নিরসনে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।