সিলেট ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সৌদিআরবে প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা মামুনের ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
সৌদিআরবে প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা মামুনের ইন্তেকাল

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের (মাঝপাড়া) মো. কুরবান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন(২৫) সৌদিআরবের যুবাইলে ইন্তেকাল করেছেন।

মারা যাওয়ার এতথ্যনিশ্চিত করেছেন মামুনের পিতা কুরবান আলীর।

 

সরজমিনে গিয়ে মামুনের পিতা কুরবান আলীর সাথে আলাপকালে তিনি জানান ” জানতে পারলাম আমার ছেলে মামুন প্রতিদিনের মতো ডিউটি থেকে খেয়েদেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় মাঝরাতে গলায় শব্দে বিরক্ত হয়ে পাশের সিটের একজন তাকে জাগানোর চেষ্টাকালে দেখাযায় সে অচেতন অবস্থায় পড়ে আছে এমন অবস্থায় তার রুমের অন্যবাসিন্দারা তাকে স্থানীয় সালওয়া মেডিক্যাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাস্যমতে ৩নভেম্বর রাত আনুমানিক ২টায় তার মৃত্যু হয়”।

জানা যায় আজথেকে ৩তিন মাস আগে মা-বাবার পরিবারেকে সুখে রাখার আশায় মধ্যপ্রাচ্যের সৌদিআরবে তথাকথিত ফ্রি ভিসার শ্রমিক পেশায় কাগজের উদ্দেশ্য বিদেশে পাড়িজমায়।

 

 

পরিবারের মধ্যে বাবা-মা দুই ভাই ও দুই ভোনের মধ্যে সে সবার বড় একমাত্র উপার্জন কারী। একমাত্র উপার্জনকারী বড় ছেলেকে হারিয়ে তার মা-বাবার ভাই বোন কান্নায় পাগলপারা অবস্থা।

এদিকে মামুনের অকাল মৃত্যুর খবরে সামাজিক সংগঠন ফুলতৈলছগাম প্রবাসী পরিষদসহ দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলের শোক প্রকাশ।

 

এই রির্পোট লিখার আগপর্যন্ত জানা গেছে সৌদি মেডিক্যাল কর্তিপক্ষ মৃত মামুনের নিদিষ্ট দ্বায়িত্বপ্রাপ্ত স্বজন বা কর্মরত সাপ্লাই কোম্পানির কর্মকর্তার কাছে লাশ হস্তান্তরের অপেক্ষায় আছে।

এদিকে মামুনের লাশ গ্রহন ও দেশে পাঠানোর জন্যে ফুলতৈলছগাম প্রবাসী পরিষদের উদ্যোগে একটি টিম প্রস্তুতি চালাচ্ছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন