সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে ৭ শতাধিক পরিবার পেল প্রবাসী কল্যাণ ট্রাস্টের খাদ্য সহায়তা

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৪, ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ণ
ওসমানীনগরে ৭ শতাধিক পরিবার পেল প্রবাসী কল্যাণ ট্রাস্টের খাদ্য সহায়তা

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হিজরা জনগোষ্ঠীসহ ৭ শতাধিক বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রবাসী সৈয়দ সাব্বির আহমদ, শাহ আলী আহমদ, সৈয়দ মশাহীদ আলী, শাহ রজব আলী কয়েছ, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ রোমান আহমদ, শাহ ইয়াহইয়া, শাহ আব্দুল হামিদ, মোঃ মালিক উদ্দিন, শাহ এনায়েত আলী ও মোঃ লায়েক আহমদের অর্থায়নে এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ঈসমাইল আলীর তত্বাবধানে রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর, লামাতাজপুর, চর তাজপুর, চরগাও (চরতাজপুর) গ্রামের ৭ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ও ওরস্যালাইন উপহার হিসেবে বিতরণ করা হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ঈসমাইল আলীর সভাপতিত্বে ও শাহ ইয়াহইয়ার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টানে বক্তরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বৃহত্তর তাজপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুণর্বাসনে সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের সহযোগিতা কামনা করে বন্যা প্রতিরোধে নদী-খাল খননের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা ভিপি,সৈয়দ নোমান, সৈয়দ টিপু আহমদ, শাহ এনায়েত, সৈয়দ মোজাহিদ, শাহ ইসরাইল, শাহ উসামা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!