সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে প্রকৌশলী এম. আহমেদ হোসেইন-কে সংবর্ধনা 

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩৯ অপরাহ্ণ
জৈন্তাপুরে প্রকৌশলী এম. আহমেদ হোসেইন-কে সংবর্ধনা 

ডেস্ক নিউজ : সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,যুক্তরাজ্য প্রবাসী দরবস্ত ইউনিয়নের বাসিন্দা ডক্টর প্রকৌশলী এম. আহমেদ হোসেইন-কে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি প্রকৌশলী এম. আহমেদ হোসেইন ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি, ইউকে থেকে এপ্লাইড কেমেস্ট্রি বিষয়ের উপর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রী অর্জন করায় তাকে এই গণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রাক্তন (১৯৯৯-২০০০) শিক্ষা ব্যাচ ও দরবস্ত এলাকাবাসী আয়োজিত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় গণ সংবর্ধনা অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩০ অক্টোবর) সকালে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (লিট)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলাম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি নূরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, জৈন্তাপুর সম্প্রীতির এক উজ্জল স্থান। এই মাটি’তে জন্মগ্রহন করা সকল গুনীজন-কে সম্মান ও শ্রদ্ধা জানানো আমাদের ঐতিহ্যের লালিত একটি অংশ। প্রকৌশলী এম. আহমেদ হোসেইন (পিএইচডি) ডিগ্রী লাভ করে তিনি যে জ্ঞান ও মেধা অর্জন করেছেন দেশ জাতি এবং নিজের জন্মভূমির মানুষের কল্যাণে ভবিষ্যতে তিনি তা কাজে লাগাবেন।

এই গণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় যুক্তরাজ্য প্রবাসী ডক্টর প্রকৌশলী এম. আহমেদ হোসেইন সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ছাত্র/ছাত্রী সহ তার সহকর্মী বন্ধু-বন্ধাব এবং দরবস্ত এলাকাবাসি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মো: কুতুব উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন (১৯৯৯-২০০০) শিক্ষা ব্যাচ’র ছাত্র ব্যাংকার এইচ এম জাকারিয়া, এবাদুর রহমান, শাহরিয়ার ইসলাম , ফয়জুল বারী, আবুল ফজল, শীতল চন্দ, আতিকুর রহমান পায়েল, মঈন উদ্দিন, আব্দুর রকিব মেম্বার।

অনুষ্ঠান সংবর্ধিত অতিথি কে ফুলের তোড়া, সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

সংবাদটি শেয়ার করুন