
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৩ জুলাই শনিবার রাত সাড়ে তিনটায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট গ্রামের ইট সলিং রাস্তার উপর গাড়ি তল্লাশী করে ৩১৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভূলুয়াপাড়ার আমির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪৭), পটুয়াখালী জেলার গলাচিপা থানার তাপাল বাড়িয়া গ্রামের সামছুল হকের ছেলে মো. আলীম (৪৫)। এছাড়া ঐসময় জৈন্তাপুর চোরাকারবারী দলের সদস্য জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে কামরুল ইসলাম (৪৭) পুলিশের উপস্থিতিটের পেয়ে। আটককৃত চিনির বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের অভিযান পরিচালনা করে ৩১৫ বস্তা চিনি সহ দুইজনকে আটক করা হয়। পলাতক আসামী সহ আটককৃত বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।