সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথ বাজার মনিটরিং চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৪:৪১ অপরাহ্ণ
বিশ্বনাথ বাজার মনিটরিং চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি:

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজার দর সহনীয় রাখতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

 

মঙ্গলবার(২৯শে অক্টোবর) বিকেলে বিশ্বনাথের সিংগেরকাছ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

 

এ সময় সিংগেরকাছ বাজারে অবস্থিত মুদি দোকান, কাচা শাকসবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং পণ্যের দাম যাচাই করা হয়।

 

অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৩৮ ও ৫১ ধারায় ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৪,৫০০টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

 

অভিযান পরিচালনাকালে ইউএনও’র সাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মেম্বার নূর উদ্দিন’সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন