সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ১১ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ১

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ণ
ওসমানীনগরে ১১ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ১

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২০০ বস্তা ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এবং চোরাচালানে জড়িত থাকায় সমিরন দাস নামক এক ট্রাক চালকে আটক করা হয়েছে। জব্দকৃত ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।

এই ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থানে চেকপোস্ট বসান এস আই শফিকসহ পুলিশের একটি দল। ট্রাকটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক সমিরন দাসকে(৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র। চোরাচালান পন্য পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করে পুলিশ।

মামলার বাদি ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।

ওনমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন