বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ফ্যাসিস্টের দোসররা ছাত্র-জনতার বিজয়কে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার সংস্কারের নামে নির্বাচন আয়োজনে সময়ক্ষেপণ করলে দেশে আবারো ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে। এব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা।
তিনি শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানিক মিয়া, বিএনপি নেতা খায়রুল ইসলাম, মজির উদ্দিন, জাকারিয়া আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, বিএনপি নেতা জামিল আহমেদ, সাইদুর রহমান, নিজাম আলী ভুইয়া, আবুল হাসনাত, আবুল খয়ের, জিয়াউর রহমান প্রমূখ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।