সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভুটানকে উড়িয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
ভুটানকে উড়িয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৭-১ গোলে বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে লাল সবুজ দল ৭-১ গোলে পাহাড়বেস্টিত দেশটিকে বিধস্ত করেছে। তহুরার হ্যাটট্রিক ছাড়াও সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা করেছেন জোড়া গোল। মাশুরা পারভীনের কাছ থেকে এসেছে অন্য গোলটি।

 

রবিবার (২৭ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই ছিল বাংলাদেশের আধিপত্য। একের পর এক আক্রমণে ভুটান রক্ষণে ব্যতিব্যস্ত করে রাখে তারা। লাল-সবুজ দল শামসুন্নাহার জুনিয়রের জায়গায় সাগরিকা নিয়ে মাঠে নামে। শুরু থেকে ছিল গোছানো ফুটবলের পসরা।

 

 

৭ মিনিটের মাথায় অসাধারণ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা চাকমা। তহুরা দারুণ বডি ডজে মার্কারদের পেছনে ফেলে বল নিয়ে আক্রমণে উঠে বাঁ দিকে ঋতুকে পাস দিয়েছেন। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন ঋতু। ১২ মিনিটে আরেকটি আক্রমণ হয়েছিল। বাঁ দিক থেকে ঋতুপর্নার ক্রস থেকে সাগরিকা হেড করলেও তা গোললাইন থেকে রক্ষা করেছেন দরজি এদন।

 

প্রথমার্ধেই খেলার ফলাফল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৫-১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। তবে বিরতির পর কিছুটা ধীরগতির ফুটবল খেললেও কোনো চাপ নিতে দেখা যায়নি বাংলাদেশকে।

সংবাদটি শেয়ার করুন