সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আগামীকাল আন্দোলনে নামছেন না শিক্ষার্থীরা

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৪, ০৬:৪২ অপরাহ্ণ
আগামীকাল আন্দোলনে নামছেন না শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:

আগামীকাল সারাদেশে অনলাইন ও অফলাইনে বৈঠকের ঘোষণা দিয়ে আজকের মত শাহবাগ ছাড়ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল কোনো ধরনের আন্দোলন হবে না। আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ শাহবাগ থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার।

 

আবু বকর মজুমদার বলেন, ‘বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে।’ গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ আঘাত করেছে। এরপর থেকে কোথাও আমাদের কারো ওপর হামলা হলে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে প্রশাসন সাংবাদিকদের ওপর হামলা করেছে।

 

এ সময় তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামীকাল সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইন বৈঠক বা সমন্বয় হবে এবং সন্ধ্যা ৬টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে।

 

মোহাম্মদ মাহিন সরকার বলেন, বাংলাদেশ আমাদের আবেগ নিয়ে ফুটবলের মত খেলছে। একবার হাইকোর্ট একবার সংসদ এভাবে খেলছে। আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, আমাদের আবেগ বুঝতে হবে, আমাদের দাবি শুনতে হবে। যদি সংসদে আইন পাশ না করা হয় আমরা রাজপথ ছাড়ব না। আপনার ছবি ব্যবহারকারী ছাত্র সংগঠন যদি আমাদের এই আন্দোলনে বাধা দেয়ার চেষ্টা করে তাহলে ফলাফল ভালো হবে না। আমাদেরকে যেন বাধা দেয়া না হয়।

সংবাদটি শেয়ার করুন