সিলেট ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট সুনামগঞ্জ থেকে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০৪:৩০ অপরাহ্ণ
সিলেট সুনামগঞ্জ থেকে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Oplus_0

সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়ন।

আজ শুক্রবার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার  (২৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।

 

চোরাই পণ্যের মধ্যে রয়েছে ২২৮০ পিস স্কিনি শাইনিং ক্রিম, ১১৯২ পিস ফেসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, ৪৩১৫ কেজি বাংলাদেশী রসুন, ৪০৫ কেজি শিং মাছ ও পাথরবাহী একটি ট্রলি।

এসব পণ্যের বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮৯০ টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন