সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে জামায়াতের কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০১:৪২ অপরাহ্ণ
জৈন্তাপুরে জামায়াতের কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুরে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ডের সভাপতি,সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের সিলেট জেলা উত্তরের নায়েবে আমির উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তরের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অতীতের ফ্যাসিবাদী সরকার দেশকে একনায়তন্ত্রে পরিণত করেছে। আল্লাহ আমাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে থেকে মুক্তি দান করেছেন। জামাতে ইসলামের সকল জনশক্তিকে ইসলামের আলোকে নিজের জীবন গড়তে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অপরদিকে শিক্ষা শিবিরের প্রধান বক্তা আলহাজ্ব উনার আবেদিন বলেন, ২৮ শে অক্টোবরের ইতিহাস বাংলার মানুষ ভুলে যায়নি,লাশের উপর উঠে আওয়ামী লীগের নৃত্য এদেশের মানুষ কখনো ভুলবে না, তাই ফ্যাসিবাদের সাথে কোন আপোষ হবে না,হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে ফ্যাসিবাদ আবার মাথা তুলতে চাইলে জামাতের নেতাকর্মীরা হাজারবার জীবন দিতে প্রস্তুত থাকবে। জামাত সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত টেন্ডার মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চায়।সেজন্য জামাতের সকল জন শক্তিকে ইসলামের আলোকে নিজেদের জীবনকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে ।

জামায়াতে উপজেলা আমির নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!