সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৪০ অপরাহ্ণ
জৈন্তাপুরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

ডেস্ক নিউজ  :: জৈন্তাপুরের হরিপুর বাজার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আড়াই ঘটিকায় দিকে জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজারের সুফিয়া মেডিসিন কর্ণার সংলগ্ন পূর্বদিকে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আনুমানিক ৫০ বছর বয়সী এই ভবঘুরে ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায় তিনি মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি ছিলেন।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার পরে, উপস্থিত সাক্ষীদের সামনে সুরতহাল রিপোর্ট প্রস্তত করে লাশ ময়নাতদন্তের নিমিত্তে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ইতোমধ্যে লাশের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে।

 

তিনি আরো বলেন,পিবিআই, সিলেট এর সহায়তায় মৃত ব্যক্তির ফিংগার প্রিন্টের মাধ্যমে লাশ সনাক্তকরণ চেষ্টার পাশাপাশি মৃত ব্যক্তির ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে। পরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম, সিলেটের পরিচালক বরাবর হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন