সদর:: সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের পদোন্নতি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার,(২১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মানাফ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. মানিক মিয়া, হাটখোলা ইউপি চেয়ারম্যান মাওলানা কে. এম রফিকুজ্জামান, মোগলগাঁও ইউপি সদস্য বাদশা জাহাঙ্গীর, খাদিমপাড়া ইউপি সদস্য আব্দুল মছব্বির, জালালাদ ইউপি সদস্য মন্তকা আহমদ, কান্দিগাঁও ইউপি সদস্য ইউসুফ আলী, হাটখোলা ইউপি সদস্য মো. মবশ্বির আলী, টুকেরবাজার ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, খাদিমনগর ইউপি সদস্য মো. মঈন উদ্দিন, মহিলা সদস্য দিপালী গোয়ালা, নাজমা বেগম প্রমূখ।
সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, প্রায় ১৬ মাস এ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালনকালে আমি সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি সব সময় চেষ্টা করি মানুষের সাথে মিশে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে। আমার কাছে অহংকার বোধ নেই। উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল। আমি চেষ্টা করেছি মানুষের জন্যে কাজ করতে। কতটুকু পেরেছি জানিনা। সেটা আপনারাই মূল্যায়ন করবেন। উপজেলার সকল চেয়ারম্যান ও মেম্বারবৃন্দের দেওয়া সংবর্ধনায় আমি মুগ্ধ। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বর্তমানে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল হিসাবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপপরিচালক হিসাবে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।