সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ 

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৪:০৫ অপরাহ্ণ
নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ 

নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জে অতর্কিত সন্ত্রাসী হামলায় ওসমান গণি (৫২) নামের একজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পানিউম্দা গ্রামের মৃত ইছমাইল উদ্দিনের ছেলে।

গত( ২০ অক্টোবর রবিবার) দুপুর ১২টার দিকে ওসমান গনিকে গ্রামের লেবু বাগান নামক স্থানে ছিদ্দেক মিয়ার দোকানে ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত একই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে কাজল মিয়া। দায়ের কোপ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হাতের হাড় ও রগ কেটে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ওসমান গণির ছেলে শাহিনুর বলেন, আমার বাবা দোকানে বসা ছিলেন। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে তাকে কোপানো হয়েছে। আমরা এখন তাকে নিয়ে হাসপাতালে আছি। স্থানীয় পানিউম্দা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, শোনেছি বাগান লীজ সংক্রান্ত বিষয় নিয়ে ওসমান গণিকে দা দিয়ে কোপ মেরে হাতের হাড় রগ কাটা হয়েছে। সে এখন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন