
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত গার্লস্ গাইডের গাইড ডে ক্যাম্প -২০২৪ উপলক্ষে তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২শে অক্টোবর) দিনব্যাপী এই গাইড ডে অনুষ্ঠানটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ। 
অনুষ্ঠানে “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমরা পরবর্তী প্রজন্ম কালকের দিনটাকে উপভোগ করতে পারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গার্লস গাইডের পাঁচটি তাঁবু ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহন করে।
অংশগ্রহণকারী ক্যাম্পগুলো হলো জৈন্তিয়া মুক্ত রেঞ্জার ইউনিট, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পিয়াইন, নয়নতারা, ইরাবতী ও মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের সারীটিম।
দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া গাইড ডে ক্যাম্পে সকালে জাতীয় ও বিশ্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে দলগঠন, দিক্ষা গ্রহন শেষে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। পরে সমাপনী অনুষ্ঠানে তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় গাইড ডে ক্যাম্পের আনুষ্ঠানিকতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গার্লস গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌসী কামাল,জেলা কমিশনার রোকশানা বেগম তুলি, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভী, স্হানীয় কমিশনার শারমিন সুলতানা, ওয়ারেন গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদার, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অন্জনা দেবী নাথ, জৈন্তিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার কল্পনা রানী ঘোষ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, আনিসুর রহমান, তপন কান্তি দে, সাইফুল আলম,শ্রাবনী দাস সুইটি,হোসাইন আহমেদ, রেজাউল হক,সুমন চন্দ্র ঘোষ, প্রবন কুমার জুয়েল,তোহা মিয়া, গোলাম মওলা,আবদুল কাদির,মামুন তালুকদার, শফিকুল ইসলাম, সিদ্দিক হায়দার সহ অন্যান্যরা।