
নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই মো: সুমন মিয়া, এসআই অনিক পাল, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই ছানোয়ার হোসেন, এএসআই মো: আল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের আবুল কাশেম এর পুত্র সোহাগ ওরফে ফারজান (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। সে জিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।